টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সদর হতে ২১ কি. মি. পূর্বে গ্রামের সবুজ শ্যামলে আবৃত অত্যন্ত মনোরম পরিবেশে পাহাড়িয়া অঞ্চলে বিদ্যালয়টি অবস্থিত। চর্তুদিকে নিরাপত্তা প্রাচীর বেষ্টিত বিদ্যালয়টিতে একটি দোতলা (৪+৪) রুম, একটি একতলা তিন রুম বিশিষ্ট দু’টি পাকা ভবন আছে। আধাপাকা একটি হোস্টেল, আধাপাকা দু’টি দোকান ঘর সহ ১টি পাকা বিজ্ঞানাগার ও একটি পাকা গণ কেন্দ্র আছে। প্রয়োজনীয় মাপের একটি খেলার মাঠও আছে। বিদ্যালয়ে মোট জমির পরিমাণ ৩.৩০ একর। বিদ্যালয় সংলগ্ন অখন্ড জমির পরিমাণ প্রায় ২.০০ একর। বাকী জমিতে বাগান করা আছে।
এলাকার দানবীর মরহুম দারোগ আলী সরকার সাহেবের উৎসাহ উদ্দিপনায় ১৯৬০ সালে জুনিয়র বিদ্যালয় হিসাবে এর শিক্ষা কার্যক্রম চালু হলেও ১৯৭১ সালে এসে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বোর্ডের স্বীকৃতি লাভ করে। তখন থেকে আজ পর্যন্ত বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে এলাকার শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
কমিটির সদস্য সংখ্যা-০৯ জন (মেয়াদ উত্তীর্ণের তারিখ: ২৪-১১-২০১৪)
০১। জনাব কাজী মাহবুব-উল হক (মাসুদ)-সভাপতি।
০২। জনাব মোঃ সেলিম রেজা, শিক্ষক প্রতিনিধি।
০৩। জনাব মোঃ ফারiæক হোসেন, শিক্ষক প্রতিনিধি।
০৪। জনাব মোঃ নুরুল ইসলাম, অভিভাবক সদস্য।
০৫। জনাব মোঃ আব্দুল করিম, অভিভাবক সদস্য।
০৬। জনাব মোঃ জাহাঙ্গীর সরকার, অভিভাবক সদস্য।
০৭। জনাব মোঃ জামাল হোসেন, অভিভাবক সদস্য।
০৮। জনাব মোঃ আব্দুস ছালাম, দাতা সদস্য।
০৯। জনাবা খন্দকার তাহাজজত হোসেন, সদস্য সচিব।
জে.এস.সি
পরীক্ষার সন | পরীক্ষায় অংশ গ্রহণকারীর সংখ্যা | মোট উত্তীর্ণ | পাশের হার |
২০১০ | ৬৭ | ৬৬ | ৯৮.৫০% |
২০১১ | ৭৪ | ৭২ | ৯৭.২৯% |
২০১২ | ১২৬ | ১১৭ | ৯২.৮৬% |
২০১৩ | ১২৮ | ১২৬ | ৯৮.৪৩% |
এস.এস.সি
পরীক্ষার সন | পরীক্ষায় অংশ গ্রহণকারীর সংখ্যা | মোট উত্তীর্ণ | পাশের হার |
২০০৭ | ৭০ | ৫৬ | ৮০% |
২০০৮ | ৪৫ | ৪৩ | ৯৫.৫৫% |
২০০৯ | ৫১ | ৫০ | ৯৮.০৩% |
২০১০ | ৬৭ | ৬৬ | ৯৮.৫% |
২০১১ | ৬৩ | ৬০ | ৯৫.২৩% |
২০১২ | ৬৮ | ৬৭ | ৯৮.৫২% |
২০১৩ | ৮৮ | ৭৪ | ৮৪.০৯% |
২০১৪ | ১১৬ | ১০৫ | ৯০.৫১% |
২০০৮-০২ জন, ২০১১-০৩ জন।
বিগত ০৩ বছরে পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং অবকাঠামোগত উন্নয়ন অভূতপূর্ব।
পাবলিক পরীক্ষার ফলাফল ১০০% পাশ নিশ্চিতকরণ। শিক্ষার্থীদের উপস্থিতি কমপক্ষে ৯৫% নিশ্চিতকরণ।
মোমিনপুর ডি.এস.পি উচ্চ বিদ্যালয়
গ্রামঃ মোমিনপুর, ডাকঘরঃ মোমিনপুর,
উপজেলাঃ ঘাটাইল, জেলাঃ টাঙ্গাইল।
ইমেল এড্রেস: mominpurd.s.phighschool@gmail.com
আপলোড করা হচ্ছে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস