ইউনিয়ন পরিষদের কার্যাবলী:-
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ ১৯৮৩এর৩০ধারায় উলেস্নখ করা হয়েছে।
১। আইন শৃংখলা রক্ষকরা সহ প্রশাসনকে সহায়তা প্রদান।
২। অপরাধ,বিশৃংখলা ও চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহন।
৩। জনগনের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষেকৃষি,বৃক্ষরোপন,ম্যৎস,পশুসম্পদ,শিক্ষা,স্থাস্থ্য,কুটির শিল্প,যোগাযোগ,সেচও বন্যা নিয়ন্ত্রনের ক্ষেত্র সমূহের উন্নয়ন প্রকল্প গ্রহন ও বাসত্মবায়ন।
৪। পরিবার পরিকল্পনাকার্যক্রমের প্রসার ঘটানো।
৫। স্থানীয় সম্পদের উন্নয়ন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
৬। রাসত্মা,সেতু, খাল,বাঁধ,টেলিফোন ও বৈদ্যুতিক লাইন এবং অন্যান্য সরকারী সম্পত্তি রক্ষাকরা সহ যথাযথ রক্ষনা বেক্ষন করা।
৭। ইউনিয়ন পর্যায়ের সকল সংস্থা/প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা এবং এবিষয়ে উপজেলা পরিষদে সুপরিশ করা।
৮। সাস্থ্যসম্মত পায়খানা স্থাপনে জনগনকে উদ্বুদ্বকরন ও তদারক করা।
৯। জন্ম,মৃত্যু,অন্ধ,ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
১০। সকল প্রকার শুমারী পরিচালনা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস